| |
               

মূল পাতা ইসলাম ৪র্থ রমযান | রহমত নিউজ ‘রমযান প্রতিদিন’


৪র্থ রমযান | রহমত নিউজ ‘রমযান প্রতিদিন’


জামিল আহমদ     27 March, 2023     02:16 PM    


জেনে রাখা ভালো-
আজ রমযানের চতুর্থ দিন। রমযানের বরকতময় দিনগুলো শেষ হয়ে যাচ্ছে।

করবো-
নামাযের পাবন্দী 

ছাড়বো-
চুগলখোরি (ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগোনো)।

মাসআলা-
অতিরিক্ত গরম বা পিপাসার কারণে যদি গোসলের মাধ্যমে শরীরকে ঠাণ্ডা করা হয়, তাহলেও রোজার কোনো ক্ষতি হবে না। ফতোয়ায়ে হিন্দিয়া : ১/২০৩

ভুল ধারণা-
সাহরি না খেলে রোযা হয় না, এটা ভুল ধারণা। সাহরি খাওয়া সুন্নত। সাহরি না খেতে পারলেও রোযা হবে।

আমল-
পবিত্র কুরআনুল কারীমের ৪র্থ পারা তেলাওয়াত।
(প্রতি নামাজের আগে ও পরে ২ পৃষ্ঠা করে পড়লে সহজেই এক পরা হয়ে যাবে)

সুসংবাদ-
রমযান মাস হলো- গুনাহ মাফ করানোর মাস।

উপকারিতা-
রোযা রাখলে, মস্তিষ্কে নতুন কোষ গঠেনে সাহায্য করে। ফলে মস্তিষ্কের কার্যক্ষমতার উন্নতি ঘটে, মানসিক চাপও কমে।

ইফতারপূর্ব দুআ-
ইয়া ওয়াসিয়াল ফাযলি ইগফিরলি।